খুরুশকুলে বাকী টাকা চাওয়ায় মালামাল লুটপাট নগদ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক


কক্সবাজার সদরের খুরুশকুলে মুদির দোকান থেকে জিনিসপত্র ক্রয় করা বাকী টাকা খুঁজতে গেলে উল্টো দোকানে অনধিকার ভাবে প্রবেশ করে মালামাল লুটপাট, ভাংচুর ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।

এ বিষয়ে একই ইউনিয়নের (৮নং ওয়ার্ড) লামাঝি পাড়া এলাকার দোকানদার জুবাইর আহাম্মদের ছেলে কামাল হোসেন (৩৫) বাদী হয়ে নজির মিয়াকে প্রধান আসামী করে ৬ বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, এজাহারে উল্লেখিত আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাস্তান, জঘন্য ও খারাপ প্রকৃতির লোক। তারা এলাকার কাউকে পরোয়া করে না। অভিযুক্ত সন্ত্রাসী হলো একই ইউনিয়নের মৃত বাদশা মিয়ার ছেলে নজির হোসেন (৫০), শিবিরের ক্যাডার জহির (৪০), নুরুল আবছার (৩০) ও রুবেল একই এলাকার ফরিদুল আলমের ছেলে মিজান (২২) ও নজির মিয়ার ছেলে নাজমুল (২২)।

এজাহার সূত্রে আরো জানা যায়, ওই সন্ত্রাসী, মাস্তানেরা প্রায় সময় দোকান থেকে মালামাল ক্রয় করে বাকী টাকা পরিশোধ করে না। উক্ত আসামীদের কাছ থেকে দোকানদার মালামালের বাকী টাকা বাকী টাকা চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি ভয় ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ২০২০ সালের ১৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে ওই সন্ত্রাসীরা বেনসন সিগারেট এবং চাল, ডালসহ প্রায় ৩ হাজার টাকার মালামাল ক্রয় করে এবং দোকানদার কামাল হোসেন এর কাছ থেকে আরো ৫০ হাজার হাওয়ালাত চেয়েছে টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর ক্ষুদ্ধ হয়ে দোকানে অনধিকার ভাবে প্রবেশ করে শার্টের কলার ধরে কিল, ঘুষি, লাথিসহ মেরে মারাত্মক জখম করে। পরবর্তীতে দোকানের মালামার ভাংচুর, লুটপাট ও ক্যাশ বক্সে থাকা নগদ ৭০ হাজারসহ তার ব্যবহ্নত স্যামসাং মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নেয়। ওই মোবাইলের মূল্য ২৫ হাজার টাকা। এছাড়াও দোকানের আসবাবপত্র ভেঙে ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে।

এ বিষয়ে দোকানদার প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছে।

আরও খবর