দাম্পত্য কলহের জেরে দুই গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম •

নগরীর ডাবলমুরিং ও পাহাড়তলী থানা এলাকায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন দুই গৃহবধূ। আজ শনিবার (১৪ নভেম্বর) ওই দুই গৃহবধূর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ ।

নিহত দুই গৃহবধূ ‍হল:  ডাবলমুরিং থানার চারিয়াপাড়া এলাকার ফারজানা আকতার (২৭) ও পাহাড়তলী থানার হরি মন্দির এলাকার শাহেদা বেগম (৩০) ।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, আজ দুপুর ২টার আগেই আকবর শাহ থানা এলাকার ফারজানা আকতার (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করে। তার মরদেহ আনার পরপরই পাহাড়তলী থানা এলাকা থেকে শাহেদা বেগম (৩০) নামের আরেকটি গৃহবধূর লাশ আনা হয়। তিনিও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আরও খবর