কক্সবাজারে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের কলাতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

কক্সবাজারস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ১৩ই নভেম্বর রাত সাড়ে ৭টায় শহরের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্রের পূর্ব পার্শ্বে লাইট হাউজ রিসোর্ট এর সামনে অভিযান চালায়।

এসময় দুই হাজার পিস ইয়াবাসহ উখিয়ার বালুখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড তেলখোলা এলাকার মংক্যচিং চাকমার ছেলে চাইগ্য চাকমা (২৫) ও রামুর রাজারকুল ইউনিয়ন ৬নং ওয়ার্ড দেয়াং এলাকার মোঃ আলী হোছন,এর ছেলে শাহাব উদ্দিনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ও ৪১ ধারায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

তিনি আরও জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

আরও খবর