আবদুল্লাহ আল আজিজ •
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৪ নভেম্বর (শনিবার) সকালে উপজেলার কেন্দ্রীয় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. লোকমান হাকিম (৮০) উখিয়ার ঘিলাতলী এলাকার বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই পিকআপ পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-