বিশেষ প্রতিবেদক •
ইয়াবা বিক্রির পর অস্ত্র নিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চট্টগ্রামের বাকলিয়া থেকে একজন আটক হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৪ নম্বরের রোডের ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযানে চালিয়ে টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়।
রিমান্ডে এই দুই আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট নিউ চান্দগাঁও আবাসিকের ওই বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে।
ওই বাসা থেকে আটক চারজন হলেন- মাসুদ ফোরকান, তার স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল।
সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-