জাহেদ হাসান •
চট্রগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পৃথক অভিযানে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলার ২ মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮.৪৫ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্রগ্রাম খ সার্কেল পটিয়া শাখা চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কস্থ মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে চট্রগ্রাম গামী হানিফ বাস তল্লাশী করে ১ যাত্রীর দেহ তল্লাশী করে ১ হাজার ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
আসামিরা হলেন, মিয়া হোসেন (২৮) পিতা- মৃত কালা মিয়া, মাতাঃ গুলতাজ খাতুন, সাং- ছোট হাবীর পাড়া, ৭নং ওয়ার্ড, টেকনাফ- কক্সবাজার।
পৃথক অভিযানে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ বশিরুজ্জামান চত্বর এলাকা থেকে ইয়াবা পাচারকালে ২ হাজার ইয়াবাসহ ১ জনকে হাতেনাতে আটক করা হয়।
আসামি – মোঃ নাছির উদ্দীন, পিতাঃ আব্দুল গফুর , সাং – সাতঘড়িয়া পাড়া, নয়া বাজার (মলয় আফসারের বাড়ী), হোয়াইক্যাং,টেকনাফ- কক্সবাজার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান,আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তারা ইতিপূর্বেও ইয়াবা পাচার করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-