নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার কলাতলীর একটি রিসার্ট থেকে ১৫৫৮ টি ইয়াবা সহ ২ যুবক আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১৩৭০ টাকাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্রের সামনের এসএম রিসোর্টে এ অভিযান চালানো হয় বলে জানান, ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী।
আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার বশির আহমদের পুত্র কামরুল ইসলাম প্রকাশ সোহেল রানা (২৮) ও আমির হামজার পুত্র সাহেদ মোহাম্মদ সায়মন (৩১)।
ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, এব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-