নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, নুনিয়ারছড়া এলাকায় ইয়াবার চালান মজুদের খবর পেয়ে বুধবার (১১ নভেম্বর) দুপুরে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানে নুনিয়ারছড়া বড়কবর স্থান এলাকার মমতাজ মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো মাছ ধরার জালে মোড়ানো ছিল।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে প্রবেশের সময় দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- ফিরোজ আলম (২৬) ও মোহাম্মদ সুমন (২৫) নামে দুই যুবককে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশী চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে মোহাম্মদ সুমন টমটম চালক।
তিনি আরও জানান, তিন জন ব্যক্তি মমতাজ মিয়ার টিনশেড বাড়িটি ভাড়া নিয়েছিল। ওই বাড়িতে তারা ফিশিং বোটের জাল সহ অন্যান্য জিনিসপত্র রাখতেন। তবে অভিযানে তাদের কাউকে পাওয়া যায়নি। যে দুই যুবককে আটক করা হয়েছে তারা ইয়াবা পাচারের সাথে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-