সকালের সময়’র সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে পিটিশনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক •

চট্টগ্রামের বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী ও অপকর্মে দন্ডপ্রাপ্ত পাপিয়ার সহযোগী মোস্তারী মোরশেদ স্মৃতির অপকর্মের সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক সকালের সময়’র সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্য প্রণোদিত পিটিশন দাখিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ নভেম্বর সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন সম্পন্ন হয়ছে।

দৈনিক পূর্বকোণের প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য হোবাইব সজীবের সঞ্চালনায়, মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরিটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক স ম ইকবাল বাহার চৌধুরী, ডেইলি সান এর কক্সবাজার জেলা প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, বিএমএসএফ’র সদস্য সচিব ও আমার বার্তা’র কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বিএমএসএফ ‘র যুগ্ন আহবায়ক ও দৈনিক মেহেদীর পরিচালনা সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, সি প্লাস টিভির বিশেষ প্রতিনিধি এহসান আল কুতুবী, বিএমএসএফ’র সদস্য এম এইচ আরমান, সিনিয়র সাংবাদিক মালেক সিকদার, কায়সার সিকদার, দৈনিক সকালের সময়’র কক্সবাজার জেলা প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, রামু প্রতিনিধি নাছির উদ্দিন, বিজ্ঞাপন প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ, বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, বীচ টিভির স্বত্তধিকারী মোঃ সোহেল, আলোকিত উখিয়ার স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ, দৈনিক মেহেদীর স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন, দৈনিক আজকের কক্সবাজার বার্তা’র প্রতিনিধি শাহাদাত আলী জিন্নাহ, দৈনিক ইনানী পত্রিকার কাইছার হামিদ, আপন বাংলা’র শাহরিয়া বাবু, লাখো কন্ঠের প্রতিনিধি আব্দু ছালাম কাকলি, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক, দৈনিক গনসংযোগের সোহেল আরমান সহ বিএমএসএফ ও উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তারী মোরশেদ স্মৃতির
নিজের অপকর্মকে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রীর সাথে নিজের ছবি এডিট করে ফেইসবুকে অপব্যবহার করে আসছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের কন্ঠ রোধ করার জন্য সাইবার ট্রাইব্যুনালে যে পিটিশন দায়ের করেছেন অনতি বিলম্বে তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, দৈনিক সকালের সময়ের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী ও অপকর্মে দন্ডপ্রাপ্ত পাপিয়ার সহযোগী মোস্তারী মোরশেদ স্মৃতির সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্য প্রণোদিত পিটিশন অবিলম্বে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ডাক দেন সাংবাদিক নেতারা।

আরও খবর