সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার শহরের বেশির ভাগ মানুষও মানছে না স্বাস্থ্যবিধি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের ওপর সরকারের কঠোর নির্দেশনা থাকলেও কক্সবাজার জেলার বেশির ভাগ লোক তা মানছে না।
অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হলেও পৌর শহরের বাজার ও বিভিন্ন মার্কেটে এখন পর্যন্ত মাঠে নামেনি প্রশাসন। চলমান শীতকালে বাড়তে প্রতিনিয়তেই বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা।
গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের বেশির ভাগ বাজার গিয়ে দেখা গেছে, কারো মধ্যেই সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই! বেশির ভাগ লোক মাস্কও ব্যবহার করছে না। কেউ কেউ মুখে না পরে গলায় ঝুঁলিয়ে রেখেছে। জিজ্ঞেস করলে নানা ধরনের অজুহাত দিচ্ছে। মাস্ক ব্যবহার না করলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা করা না হলে দিনের পর দিন করোনো ভাইরাস বাড়তেই থাকবে। সচেতন মহলের দাবি, প্রশাসন আইনের যথাযথ প্রয়োগের দিকটি গুরুত্ব না দেওয়ায় করোনার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুরু থেকে গত ৯ নভেম্বর (সোমবার) পর্যন্ত কক্সবাজারে করোনা পজেটিভ হয়েছে ৫ হাজার ২৬৬ জন, সুস্থ হয়েছে ৪ হাজার ৬৫৮ জন, মৃত্যুবরণ করেছে ৮২ জন। এই পর্যন্ত সুস্থতার হার ৮৮.৪৫%, মৃত্যুর হার-১.৫৬%। হোম আইসোলেশনে আছে ৩৭৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ১৩৪ জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-