চকরিয়ায় দুই ইয়াবা ব্যবসায়িকে তিন মাসের সাজা

 

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় দুই ইয়াবা বিক্রেতাকে তিন মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন এ কারাদন্ডাদেশ প্রদান করেন।

এরআগে সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাতামুহুরীর নদীর চিরিঙ্গা ব্রিজ এলাকা থেকে দুই ইয়াবা ব্যবসায়ি মিসকাতুল ইসলাম (২৫) ও ওমর ফারুক নামের দুই যুবককে আটক করে করে পুলিশ। চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) নুরে হুদা সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে আটককৃত ইয়াবা বিক্রেতাদের ভ্রাম্যামান আদালতের কাছে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন দুই ইয়াবা বিক্রেতাকে তিন মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ওমর ফারুক চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ষ্টেশনপাড়ার বাসিন্দা বশির সওদাগরের ছেলে ও মিসকাতুল ইসলাম একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বশির আহমদ বহদ্দারের ছেলে বলে জানায় পুলিশ

আরও খবর