চট্টগ্রাম • কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১০ নভেম্বর) চকরিয়ার হারবাং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগাড়া থানার উত্তর হরিণা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. বেলাল উদ্দিন (২১) ও মো. হেলাল উদ্দিন (২২), চরম্বা অহিদেরপাড়ার আবদুল বারির ছেলে নুরুল আমিন (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
র্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা আসছে এমন খবর পেয়ে চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে আসা তিনটি মোটরসাইকেলের তেলের ট্যাংকে লুকানো অবস্থায় ২৪ হাজার ৪৫৫টি ইয়াবা পাওয়া যায়। পরে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনজনকে চকরিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-