উখিয়ায় মাটির নিচে ও জুতার ভিতরে ইয়াবা নিয়ে অভিনব কায়দায় পাচার, আটক ২

কক্সবাজার জার্নাল ডটকম •

মাটির নিচে ও জুতার ভিতর থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বালুখালী বিওপি’র সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২ টার দিকে উখিয়ার পালংখালীর বালুখালী পশ্চিমপাড়া গ্রামে একটি ঘর থেকে এসব উদ্ধার করার সময় দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হল: একই এলাকার মৃত ননাই দাসের ছেলে মিন্টু দাস (৩৯) ও মৃত মুগ্রেন্দ্র দাসের ছেলে শিমুল দাস (৩৫) ।

৩৪ বিজিপি’র পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিন্টু দাস ও শিমুল দাস মায়ানমার থেকে বার্মিজ ইয়াবা এনে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল বালুখালী পশ্চিমপাড়া এলাকার মিন্টু দাসের বাড়িতে অভিযান চালায় হয়। এসময় তল্লাশী করে ঘরের ভিতরে মাটির নিচে এবং জুতার ভিতরে অতিকৌশলে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর