নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের ২ মাদক কারবারি পুলিশের জালে!

জাহেদ হাসান :


চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ বান্দরবান ও কক্সবাজারের দুই ইয়াবা কারবারিকে আটক করেছে।

শনিবার (৭ অক্টোবর)বিকাল ৩ টার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় লোহাগাড়া থানার এসআই (নি:) যুযুৎযশ চাকমা সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১৮ শত পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আসামী মোঃ মিজানুর রহমান (২০), পিতা-মৃত আহম্মদ হোসেন, মাতা-লায়লা বেগম, সাং-বাইশারী, ৭নং ওয়ার্ড,নাইক্ষ্যংছড়ি-বান্দরবান ও মোঃ শামছুল আলম(৫২), পিতা-মৃত বদরুজ্জামান, মাতা-মৃত লায়লা বেগম, সাং-নুনিয়াছড়া, ২ নং ওয়ার্ড,সদর, -কক্সবাজার।

আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও খবর