গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ রোহিঙ্গা শিবিরে কর্মরত (এপিবিএন) আর্মড পুলিশ সদস্যরা শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের একটি গোপন আস্থানা থেকে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।
সূত্রে জানা যায়, ৮ নভেম্বর (রবিবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পে কর্মরত (এপিবিএন) পুলিশ কর্মকর্তা গোপন সংবাদে জানতে পারে টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের এইচ ব্লক এলাকায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির অবস্থান করেছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী দায়িত্বরত কর্মকর্তা (এএসপি) তোফাজ্জুল হোসেন এবং পুলিশ পরিদর্শক ফয়েজুল আজিম নোমান’র নেতৃত্বে আর্মড পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযানে গেলে ডাকাত জকির ও তার সহযোগীরা অভিযানের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
তবে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা এইচ ব্লকে জকিরের গোপন আস্তানা তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এক নলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ (এপিবিএন) আর্মড পুলিশের অধিনায়ক হেমায়াতুল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-