সংবাদ বিজ্ঞপ্তি •
কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর প্রথমবারেরমতো জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জেয়ারতসহ গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক কর্মসূচী হাতে নিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। রোববার সকাল ১১টার দিকে শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জমায়েত পরবর্তী এসব কর্মসূচী পালন করবেন নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দ।
কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ, জেলার সংসদ সদস্যগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এতে সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-