কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজার -৩৪ বিজিবি সফল অভিযান চালিয়ে ফের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে। শনিবার সকালে উখিয়ার পালংখালীর ঘাঁটিবিল থেকে মোঃ ফয়সাল (১৩) কে আটক করা হয়।
কক্সবাজার -৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, শনিবার সকাল সাড়ে ৭ টায় ঐ কিশোর পায়ে হেঁটে সীমান্তের উক্ত এলাকা দিয়ে উখিয়ার দিকে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিজিবির একটি অভিযানিক দল উক্ত এলাকায় আগে থেকে ফাঁদ পেতে থাকে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়ার আবুল কালামের ছেলে মোঃ ফয়সালকে থামিয়ে তার সাথে থাকা ব্যাগ তল্লাশিকালে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইয়াবা পাচারকারী কিশোরকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি পরিচালক জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-