নাইক্ষ্যংছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে র‍্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পূর্বে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারি কমিশানার (ভূমি) আশারাফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক, ভাইস চেয়ারম্যন মংলাওয়াই মার্মা, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা সমবায় অফিসার শ্রীজন কুমার বিশ্বাংগ্রী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুকান্ত কুমার সেন প্রমুখ। এছাড়া আলোচনা সভায় উপজেলার সমবায় অফিসের কর্মকর্তা, গণমাধ্যকর্মী, ব্যবসায়ীসহ অনেকই উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি সঞ্চয় ও ঋণদান হিসেবে নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমিতিসহ মোট ৫টি সববায় সমিতিকে সনদ বিতরণ করা হয়।

আরও খবর