ডেস্ক রিপোর্ট • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে জয় ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন । মার্কিন স্থানীয় সময় শুক্রবার একটি টুইট বার্তায় ট্রাম্প এই আহ্বান জানান।
টুইট বার্তায় বাইডেনকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, ভুলভাবে রাষ্ট্রপতির অফিস দাবি করা উচিত হবে না বাইডেনের। আমিও এমনটি দাবি করতে পারি। মাত্র আইনী প্রক্রিয়া শুরু হয়েছে!
যদিও ট্রাম্প ইতিমধ্যে দুইবার ঘোষণা করেছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-