এম.কলিম উল্লাহ, উখিয়া •
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া ২নং ওয়ার্ড মাতবর পাড়া নিবাসী সর্দার পাড়া (তেলীপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক “রুস্তম আলী মাস্টার” কোটবাজার অরিজিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২.১০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহে….রাজেউন)।
তাঁর মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাসে এড. সাইফুদ্দিন খালেদ লিখেন, তিনি আজ পবিত্র জুমার নামাজ হাকিম আলী মাতব্বার পাড়া জামে মসজিদে সকলের সাথে আদায় করেছিলেন। এশারের নামাযের পর বুকে আঘাত অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মহান আল্লাহর কাছে প্রিয় বড় ভাইয়ের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি।
এদিকে রুস্তম আলী মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জার্নাল ডটকম পরিবার।
এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-