চট্টগ্রামে ধরা পড়ছে কক্সবাজারের মাদক কারবারিরা

জাহেদ হাসান :


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্রগ্রাম জেলা কার্যালয়ের পটিয়া শাখার ১টি টিম চন্দনাইশে অভিযান চালিয়ে ৪ হাজার ২ শত পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের নাপিতখালীর এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চট্টগ্রাম খ-সার্কেল পটিয়া শাখার একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে চট্রগ্রাম গামী হানিফ পরিবহনে থাকা একজন যাত্রীর দেহ তল্লাশী করে ৪ হাজার ২শত পিস ইয়াবা উদ্ধার সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আসামী- মোঃ রেজাউল হক (৩৮), পিতা- আবুল আহম্মদ, মাতা- ছায়েরা খাতুন, সাং-মধ্য নাপিত খালী, নতুন অফিস (আবুল আহম্মেদর বাড়ি), ৫ নং ওয়ার্ড নাপিতখালী, ঈদগাঁও, কক্সবাজার সদর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে।সে একাধিকবার ইয়াবা একইভাবে পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।

আরও খবর