রোহিঙ্গা ক্যাম্প থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক •

প্রতিকী ছবি

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে তুহুর আলমের কিশোরী মেয়ে ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭ টায় এই নির্মম ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে মেয়েটির পিতা সৎ মায়ের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আহমেদ সনজুর মোরশেদ।

তিনি আরো জানান, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে খবর পেয়ে বিকেলে রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর