মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) :
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুসলমানদের কটাক্ষ করে নেতিবাচক মন্তব্য আর পদক্ষেপে যখন রীতিমতো সরগরম মুসলিম বিশ্ব। তখনই পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সর্বস্থরের তৌহিদি জনতার আয়োজনে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
মিছিল ও সমাবেশে অংশগ্রহনের লক্ষ্যে শুক্রবার জুমার নামাজের পর হতে ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদ থেকে মিছিলে মিছিলে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে সমবেত হতে শুরু করে মুসল্লিরা।
(০৬ নভেম্বর) দুপুর আড়াইটায় বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে বাইশারী বাজার চত্বরে মিলিত হয়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিন বাইশারী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুরের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রশিদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান বাইশারীর কৃতি সন্তান ড. আল্লামা মুহাম্মদ ইউনুছ, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ওজাইর বিন আব্দুল হক, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ব্যবসায়ী মুহাম্মদ ইলিয়াছ, হাফেজ মোঃ ইসমাইল সহ অনেকে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ সহ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অনতিবিলম্বে মুসলিমবিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। বক্তারা এসময় ফ্রান্সের সকল পন্য রাষ্ট্রীয় ভাবে বয়কট সহ ফ্রান্স দুতাবাস বন্ধে বাংলাদেশ সরকারের কাছে দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে মধ্যম বাইশারী, নারিচবুনিয়া, লম্বাবিল, করলিয়ামুরা, উত্তর বাইশারী সহ বিভিন্ন স্থানের কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভূইয়া ও সঙ্গীয় ফোর্স।
সমাবেশ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ ও বাংলাদেশের জন্য শান্তি কামনায় বিশেষ মোনাজত করেন মধ্যম বাইশারী আব্দুল রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানার নিবার্হী পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-