অনলাইন ডেস্ক • গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটিতে রেকর্ড ৯৯ হাজার ৬৬০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর একদিনের হিসেবে যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এমনটি জানা গেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১১২ জন।
আর ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, বুধবার নতুন করে আরো এক লাখেরও বেশি মানুষের মধ্যে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার মানুষ। দেশটিতে এ পর্যন্ত ৯৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-