নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় সাড়ে ৪ হাজারের বেশী ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার বিকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খরুলিয়ায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী নাদিম।
আটকরা হল, ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খরুলিয়া চরপাড়ার বশির আহমদের ছেলে মো. আরিফ (১৯), মো. সফি মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৫) ও মৃত সুলতান আহমেদের ছেলে ছৈয়দ নুর (৪০)।
ওসি মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকালে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খরুলিয়া এলাকায় কতিপয় লোকজন মাদকদ্রব্য লেনদেনের জন্য অবস্থান করছে খবরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এতে ধাওয়া দিয়ে পুলিশ ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
“ পরে আটক ৩ জনের দেহ তল্লাশী করে নীল রঙয়ের বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলো পাওয়া যায় ৪ হাজার ৮২৫ টি ইয়াবা। ”
ডিবি ওসি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-