গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এনজিওকর্মী নিহত

ডেস্ক রিপোর্ট •

রাঙামাটির রাজস্থলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। নিহত এনজিওকর্মীর নাম সেকান্দার হোসেন (৪০)। আজ সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১০টায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণ হয়। এ সময় বেসরকারি এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখায় কর্মরত কর্মচারী সেকান্দার হোসেন ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরও জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলের পথে রয়েছে। বিস্তারিত শীঘ্রই জানানো হবে।

আরও খবর