ডেস্ক রিপোর্ট •
রাঙামাটির রাজস্থলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। নিহত এনজিওকর্মীর নাম সেকান্দার হোসেন (৪০)। আজ সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১০টায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণ হয়। এ সময় বেসরকারি এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখায় কর্মরত কর্মচারী সেকান্দার হোসেন ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরও জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলের পথে রয়েছে। বিস্তারিত শীঘ্রই জানানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-