নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা বড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কক্সবাজারস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ২রা নভেম্বর রাত ১২টায় শহরের কলাতলী সৈকত পাড়াস্থ হোসেন কুলিং কর্নারের সামনে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডর আলী পাড়ার নুর আহমদের পুত্র আলী হোসেন (২৬)কে ১০০০ পিচ ইয়াবা বড়ি সহ আটক করে।
এছাড়া ১লা নভেম্বর অপর এক অভিযানে শহরের কলাতলী সৈকত পাড়াস্থ নীলাচল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড’র জংগল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ হেলাল (৩২)কে ২০০০ পিচ ইয়াবা বড়ি সহ আটক করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডল জানান,উক্ত দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তিনি আরও জানান,জেলায় মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-