লকডাউন নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক •

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসলেও লকডাউনে যাওয়ার চিন্তা-ভাবনা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

লকডাউনে যাওয়ার কোনো ভাবনা আছে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত না। আল্লাহর রহমতে আমাদের তেমন অবস্থা নেই। তিনি বলেন, আমাদের এখানে ভাইরাসের যে সিনারি (চিত্র) দেখেছি, সবাই মাস্ক ব্যবহার করলে আমরা কমফোরটেবল জোনে থাকতে পারব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি, কেউ তিন ফুটের গ্যাপ ছাড়া দাঁড়াচ্ছে না এবং সবাই নিয়ম মেনে চলছেন। গতকাল সেখানে যাওয়ার পর বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, এটা আমরা এনশিউর (নিশ্চিত) করে দিচ্ছি। কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠোনে যেন সার্ভিস না পাওয়া যায়। আমরা সব অফিসে সেই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা থাকবে।

আরও খবর