বিনোদন ডেস্ক • অজ্ঞাত কারণে লম্বা সময় আড়ালে ছিলেন চিত্রনায়িকা জলি। দেড় বছর পর নীরবতা ভাঙলেন বিস্ময়কর এক খবর দিয়ে। সাড়ে তিন মাস পর মা হওয়ার খবর নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন এ অভিনেত্রী।
জলি জানান, গত ১৭ জুলাই উত্তরার একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন জলি। তার মেয়ের নাম সেহেমাত রহমান। কন্যাসন্তান জন্ম দেওয়ার খবর গোপন রেখেছেন তিনি। পরিবারের লোকজন ছাড়া তেমন কেউই জানতেন না।
কেন জলির এ গোপনীয়তা? উত্তরে নায়িকা বলেন, ‘সত্যি বলতে জানালে হয়তো ছবিও প্রকাশ করতে হতো। একেবারে ছোট একটি শিশুর ছবি প্রকাশ করতে চাইনি। ভেবেছিলাম, সে একটু বড় হলে সবাইকে জানাব, এখন সেটাই করছি।’
এর আগে, গত বছর শেষের দিকে বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল জলির। ওই সময় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল তাকে নিয়ে। সে খবরকে উড়িয়ে দিলেন জলি নিজেই। উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ মে ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে বাগদান হয় জলির। জলি অভিনীত প্রথম সিনেমা ‘অঙ্গার’। মুক্তির অপেক্ষায় আছে ‘ডেঞ্জার জোন’ শিরোনামের একটি সিনেমা। মূলত, ওই সিনেমার শুটিং শেষ করেই আড়ালে চলে গিয়েছিলেন জলি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-