উখিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ছৈয়দ কারাগারে

বার্তা পরিবেশক •

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের  বহু মামলার আসামি ছৈয়দ নুরকে একটি মারামারির মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত । আজ রবিবার ( ১ নভেম্বর) কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

জানা গেছে, বালুখালীর পানবাজারে গত ২৪ অক্টোবর সকালে পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরীর উপর হামলার ঘটনায় উখিয়া থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেন। ঘটনায় জড়িত তাঁর বাহিনীর অন্যান্য সদস্যদের জামিন মঞ্জুর করলেও ছৈয়দ নুরের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

এদিকে ছৈয়দ নুরের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়ার খবর শুনে বালুখালীতে নিরীহ-সহজ সরল শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।অনেকেই সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণও করে। ছৈয়দ নুর কারাগারে গেলেও তাঁর বাহিনীর অপরাপর সদস্যদের অপকর্ম থেমে নেই।স্থানীয় জনসাধারণের অভিমত ছৈয়দ নুর বাহিনীর অন্য সদস্যদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিলে বালুখালীতে অনেকটা শান্তিময় পরিবেশ বিরাজ করবে বলে জানান।

আরও খবর