নাইক্ষ্যংছড়িতে যুব দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবার) প্রতিনিধি :


পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তেরের কর্মচারী করিম ইকবালের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকতার্ সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দক্ষ যুবরা জাতীয় সম্পদ। দেশকে যদি উন্নত করতে হয় তাহলে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশানার (ভুমি) আশারফুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইমরান, নাইক্ষ্যংছড়ি সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল সত্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তেরের কর্মচারী করিম ইকবাল।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়নের যুবদের মাঝে ২ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

আরও খবর