নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তযোদ্ধা মোহাম্মদ শাহাজাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে সদর হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শাহাজাহান কর্মজীবনে একজন সংগঠক,প্রগতিশীল রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও কমান্ডার ছিলেন। তার মৃত্যূতে কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রবিবার মাগরিবের নামাজের পর কক্সবাজার ঈদগাহ ময়দানে স্বাস্থ্যবিধি মেনে জানাযা অনুষ্ঠিত হবে।েএরপর শহরের বাহারছড়া কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-