মাস্ক ছাড়া সেবা নয়, প্রশাসনে নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক •

করোনা ভাইরাস সংক্রমণ আসন্ন শীতে বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা নেয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ওই সিদ্ধান্ত নির্দেশনা আকারে সব মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকল ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করা, মাস্ক পরিধান বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ/নো মাস্ক নো এন্ট্রি’ অথবা ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন/ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ বিষয়ে ব্যানারে স্থাপন করতে হবে। কোভিড-১৯ প্রতিরোধে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনা বান্তবায়ন নিশ্চিত করতে হবে। এছাড়া বাজার, শপিং মলসহ সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলা হয় নির্দেশনায়।
সর্বত্র মাস্ক ব্যবহারের নির্দেশনা সরকারের তরফে আগেই দেয়া হয়েছিল।

তবে মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে ‘নো মাস্ক নো সার্ভিস’ এমন সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও খবর