টেকনাফে বসত ঘরের আলমারির কাপড়ের ভাজে মিললো ইয়াবা

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অফিসে কর্মরত সদস্যরা টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী এলাকায় মাদক কারবারে জড়িত এক অপরাধীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে একটি স্টীলের আলমারীতে রক্ষিত থাকা ৭ হাজার ইয়াবা উদ্ধার করছে।

তবে উক্ত অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অফিসে কর্মরত সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা (মুকুল) আরো জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড উত্তর লম্বরী এলাকার আলী আহাম্মদের পুত্র সাইফুলের বসত বাড়ি থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময়ে বাড়ির মালিক পলাতক ছিল বিধায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন উদ্ধারকৃত ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে সাইফুলকে পলাতক আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর