নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার আসামিকে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ ইনচার্জ রাকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন পুলিশের বিশেষ টিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত জকিরের সহযোগী সাবারাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকার মৃত মোঃ শফির ছেলে আমান উল্লাহকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে দাবি জানান এপিবিএন পুলিশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-