মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অর্ধ কোটি টাকার ইয়াবা সহ র্যাব-১৫ এক মাদককারবারীকে আটক করেছে। আটককৃত ইয়াবা কারবাবীর নাম মোঃ আলী হোসেন (২৬)।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে তেমাথা সংলগ্ন ফাঁকা রাস্তা উপর ২৮ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে র্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ থেকে অর্ধ্ব কোটি টাকা মূল্যের ১০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। ধৃত মোঃ আলী হোসেন র্যাবের অভিযানিক দল দেখে প্রথমে পালাতে চেষ্টা করেছিলো।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ধৃত মোঃ আলী হোসেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালুয়ার কলা গ্রামের মোঃ আবদুল্লাহ’র পুত্র।
র্যাব-১৫ তাদের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জব্দকৃত প্রতিটি ইয়াবা টেবলেটের মূল্য ৫শত টাকা করে অর্ধকোটি টাকা মূল্য নির্ধারন করেছেন। উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে রামু থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-