এম.এ আজিজ রাসেল •
৩০ অক্টোবর শুক্রবার ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুশে ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ)। এই দিনে পৃথিবীর জমিনে তশরিফ আনেন রাহমাতুল্লীল আলামীন, শফিউল মুজনেবীন, দু’জাহানের বাদশা, প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স:)। প্রিয় নবীর শুভাগমণ উপলক্ষ্যে বর্ণিলভাবে সেজেছে পর্যটন নগরী কক্সবাজার শহর।
সকাল ৯টায় উত্তর নুনিয়ারছড়া মোড় রাস্তার মোড় থেকে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বের করা হবে বৃহত্তর পবিত্র জশনে জুলুশ ঈদে মিলাদুন্নবী (স:) এর র্যালী।
এছাড়া বাদে ফজর খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউছিয়া শরীফ, সকাল ১১টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ করা হবে।
শহরের নতুন বাহারছড়াস্থ আলহাজ্ব নুরুল ইসলাম চিশতির বাড়িতে এসব কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
উক্ত কর্মসূচীতে আশেকান নবী (স:) প্রেমীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম চিশতী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-