কক্সবাজারে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল •

বিশ্ব মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোগ ক্রমান্বয়ে বেড়েই চলছে। গত সপ্তাহ ধরে আগেই চেয়ে বেড়ে গেছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানায়।

তবে সামনে আসছে শীতকাল তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই সর্তক থাকার আহ্বান জানিয়েছেন জনগণকে। করোনা ভাইরাস কমছে না বরণ বাড়তে শুরু করেছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিনিয়তেই কক্সবাজার জেলা প্রশাসন পক্ষ থেকে অভিযান চলমান রয়েছে। প্রতিদিন স্বাস্থ্যবিধি না মানায় মামলা ও জরিমানা করছে প্রশাসন। এখন মুখে মাস্কসহ স্বাস্থ্যবিধি মানার প্রতি প্রশাসন পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছেন।

কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুরু থেকেই গত ২৮ অক্টোবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১০৩ জন, সুস্থ হয়েছে ৪ হাজার ৪৭৬ জন, মৃতুবরণ করেছে ৭৯ জন। এই পর্যন্ত সুস্থ হওয়ার হার ৮৭.৭১%, মৃত্যুর হার ১.৫৫%। হোম আইসোলেশনে রয়েছে ৩৫৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে ১৭৯ জন।

আরও খবর