মহেশখালী প্রতিনিধি •
কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হল- সালমান (৬) ও নাহিয়া (৪)। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর সিকদার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী প্রতিনিধি •
কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হল- সালমান (৬) ও নাহিয়া (৪)। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর সিকদার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকার ইউপি সদস্য মুজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকালের দিকে দুই শিশু হাত-পা পরিস্কার করতে স্থানীয় মসজিদের পুকুরের সিড়িতে সালমান পিছলে পড়ে যায়। এ সময় তার সহপাঠী নাহিয়া তুলতে চেষ্টা করলে দু’জনেই পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা দ্রুত গিয়ে পানি থেকে উদ্ধার করলেও তাদের বাঁচানো যায়নি।
তিনি আরও জানান, শিশু দু’টির মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copied!
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-