চকরিয়ায় মৌমাছির কামড়ে বৃদ্ধ আহত

নিজম্ব প্রতিবেদক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় মৌমাছির কামড়ে এজাহার আহমদ (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির পার্শ্ববর্তী আবদুল হালিম নামের এক ব্যক্তির গাছ থেকে মৌমাছির চাক ভাংতে গিয়ে তিনি আক্রমণের শিকার হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত এজাহার আহমদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

জানা গেছে, চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় বাসিন্দা আজগর আলীর বাড়ির একটি গাছে মৌমাছি বাসা বাধে। বুধবার সকাল ৯টার দিকে মৌমাছির চাকটি ভেঙ্গে মধু সংগ্রহ করতে গাছে ওঠেন এজাহার আহমদ। এ সময় মৌমাছির দল তাকে কামড় দিলে তিনি বেহুশ হয়ে গাছের ডালে আটকে যান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর