ক্যাম্পকে ইয়াবার ডিপো বানাচ্ছে রোহিঙ্গারা: ধরা পড়লো আরও একজন

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনীর ইট ভাটা এলাকার সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রেহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ৷

অভিযানের সত্যতা নিশ্চিত করেন, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং কর্মকর্তা ও পুলিশ সুপার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে মুচনী নয়াপাড়াস্থ এপিবিএনের পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুচনীস্থ ইট ভাটার নিকটবর্তী সড়কে অভিযান চালিয়ে ২শ পিচ ইয়াবা বড়িসহ জাদীমুরার ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের মোবারক হোসেনের ছেলে হোসাইন আহমদ(২৭) কে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর