সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল •
বিশ্ব মহামারি করোনা ভাইরাস রোধ ঠেকাতে আবারো মাঠে নেমেছে কক্সবাজারের জেলা প্রশাসন। সামনে আসছে শীত তাই করোনাভাইরাস সংক্রমণের আশংকা বাড়তে পারে। তাই সম্প্রতি সকল মানুষই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রশাসন পক্ষে থেকে অভিযান শুরু হয়েছে।
২৭ অক্টোবর (মঙ্গলবার) জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এর নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কলাতলি সমুদ্র সৈকত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরায় ৮ টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও মাস্ক ছাড়া বীচে আগত পর্যটকদের প্রদানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কক্সবাজারে দিনের পর দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
তারই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর ২৩৯ টেস্ট ২৮ জনের করোনা পজিটিভ আসে। যার মধ্যে সদর-১০, রামু-২, টেকনাফ-৪, চকরিয়া-১, মহেশখালী-১, বান্দরবান-১, রোহিঙ্গা-৯।
তাই চলমান করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হয় এই বিশ্ব মহামারি করোনা থেকে কেউ রেহাই পাবো না। তাই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-