টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার বঙ্গোপসাগর ও নাফনদী এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকার মূল্য মানের৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আবুল মনসুরের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর টেকনাফ এর সার্বিক ব্যবস্হাপনায় ও কোস্টগার্ডের সহযোগিতায় ইলিশ সংরক্ষণে ও মৎস্য সংরক্ষন আইন বিষয়ক বঙ্গোপসাগর ও নাফনদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানকালে নাফনদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা /বোট পাওয়া যায়নি। সব নৌকা উপকূলের মাছঘাটে নোঙ্গর করা অবস্হায় ছিল।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ মোহাম্মদ আমিরুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো:ইউছুপ ও সহকারী শহীদুল আলম।
এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ মাছ আহরণ বন্ধ রাখা হয়েছে।তাই মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে। লপাশাপাশি ইলিশ মাছ ধরা বন্ধ রাখার জন্য জেলেদের প্রণোদনা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন,জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। টেকনাফ উপজেলার১টি পৌরসভা এবং ৬টি ইউনিয়নের ৭ হাজার ৮৮৩ জন জেলে রয়েছে। ২২ দিন মাছধরা বন্ধ উপলক্ষে৭ হাজার ৮৮৩ জন জেলে পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-