টেকনাফে দেড় লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলার বঙ্গোপসাগর ও নাফনদী এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকার মূল্য মানের৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আবুল মনসুরের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর টেকনাফ এর সার্বিক ব্যবস্হাপনায় ও কোস্টগার্ডের সহযোগিতায় ইলিশ সংরক্ষণে ও মৎস্য সংরক্ষন আইন বিষয়ক বঙ্গোপসাগর ও নাফনদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানকালে নাফনদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা /বোট পাওয়া যায়নি। সব নৌকা উপকূলের মাছঘাটে নোঙ্গর করা অবস্হায় ছিল।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ মোহাম্মদ আমিরুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো:ইউছুপ ও সহকারী শহীদুল আলম।

এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ মাছ আহরণ বন্ধ রাখা হয়েছে।তাই মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে। লপাশাপাশি ইলিশ মাছ ধরা বন্ধ রাখার জন্য জেলেদের প্রণোদনা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন,জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। টেকনাফ উপজেলার১টি পৌরসভা এবং ৬টি ইউনিয়নের ৭ হাজার ৮৮৩ জন জেলে রয়েছে। ২২ দিন মাছধরা বন্ধ উপলক্ষে৭ হাজার ৮৮৩ জন জেলে পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে।

আরও খবর