কক্সবাজারে বাড়ছে করোনার সংক্রমণ: ৩৭৬ টেষ্টে ৩০ জনের পজিটিভ

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৬ অক্টোবর ৩৭৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। এর মধ্যে কক্সবাজার জেলায় ১৫ জন। বাঁশখালী ৩জন , সাতকানিয়া ৩জন , রোহিঙ্গা ৭ জন ও পুরাতন ২ করোনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৫ জনের মধ্যে কক্সবাজার সদর ৬ , রামু ১ , উখিয়া ৩ , টেকনাফ ৪ , চকরিয়া ০ , কুতুবদিয়া ০, পেকুয়া ০ , মহেশখালী ১ জন করোনা পজেটিভ।

আরও খবর