নিজস্ব প্রতিবেদক •
১০ হাজার পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে মোঃ হুমায়ুন (২১)। রোববার রাত ৯ টার দিকে উখিয়া উপজেলা হাসপাতাল রোড় থেকে তাকে আটক করা হয়েছে। আটক হুমায়ুন উখিয়ার রাজা পালং ইউনিয়নের সিকদার বিল গ্রামের ফরিদ আলমের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী একটা বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া স্বাস্হ্য কমপ্লেক্স রোড এলাকায় ওয়ালাপালং জামে মসজিদ এর পশ্চিম পাশে রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্হান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সদস্যরা উক্ত স্হানে পৌঁছালে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে হুমায়ুনকে আটক করা হয়ে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের মূল্য ঊনপঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা। পরবর্তীতে আটক ইয়াবা ব্যবসায়ী উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-