গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
র্যাব-১৫ সদস্যরা টেকনাফে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৫শত ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারে জড়িত দুই অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে।
২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় র্যাবের পাঠানো প্রেস রিলিজে জানাযায়, ২৩ অক্টোবর(শুক্রবার) মাদক ক্রয়-বিক্রয় গোপন সংবাদ পেয়ে টেকনাফে কর্মরত র্যাব-১৫ সদস্যদের একটি দল সদর ইউনিয়ন মিঠাপানির ছড়া এলাকায় এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক পাচারে জড়িত ৪২ বছর বয়সী এক ব্যাক্তিকে আটক করে। এসময় তার হাতে থাকা ইয়াবাভর্তি একটি ব্যাগ তল্লাশী করে ৯৭৮০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে একই দিন রাতে টেকনাফ পৌরসভা শাপলা চত্তর নীল দরিয়া গাড়ির কাউন্টার সংলগ্ন এলাকা থেকে ৯৭৭০পিস ইয়াবাভর্তি একটি ব্যাগসহ ২০ বছর বয়সী এক যুবককে আটক করতে সক্ষম হয়।
আটক অপরাধীরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকার মৃত ইলিয়াসের পুত্র মোঃ ফেরদৌস প্রকাশ কালু (৪২) ও সাবরাং ইউনিয়ন ১নং ওয়ার্ড চান্ডলিপাড়া এলাকার লাল মিয়ার পুত্র আবু বক্কর ছিদ্দিক(২০)।
সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,
পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-