মরিচ্যায় রাস্তার দু’পাশে সিএনজি টমটমের যত্রতত্র পার্কিং: দীর্ঘ যানযটে ভোগান্তি

হামিম ফরহাদ •

উখিয়ার অন্যতম ব্যাস্ততম বাজার মরিচ্যা বাজারে রাস্তার দু’পাশে সিএনজি টমটমের যত্রতত্র পার্কিংয়ের কারনে কক্সবাজার-টেকনাফের মেইন সড়কটি দীর্ঘ জামঝটের সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

নবনির্মিত কক্সবাজার টেকনাফ মহাসড়কের প্রশস্তকরনের কাজ শেষ হলেও পার্কিংয়ে সিএনজি টমটমের শৃঙ্খলা ফিরেনি এখনো।

সরেজমিনে গিয়ে দেখা যায় মরিচ্যা মধ্যম স্টেশন সিএনজি টমটমের যত্রতত্র পার্কিংয়ের কারনে গাড়ি চলাচলের মূল রাস্তাটি সংকোচন হয়ে গেছে। মধ্যম স্টেশন সংলগ্ন সিএনজি টমটমের একটি সংগঠন থাকলেও পার্কিংয়ের সুনির্দিষ্ট কোনো নিয়মকানুন বেঁধে দেওয়া হয়নি। ফলে চালকরাও ইচ্ছামতো যত্রতত্র পার্কিংয়ের মাধ্যমে রাস্তার অর্ধেকের বেশি যায়গা পার্কিংয়ে পরিপূর্ণ করে ফেলেছে।

সড়কের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি না হওয়ার মতো সুষ্ঠু ও নিয়মমাফিক পার্কিংয়ের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন মরিচ্যা বাজারের সচেতন মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর