টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই নারী অপহরণকারী আটক : অপহৃত ব্যক্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ •

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণ করে পুক্তিপণ আদায়কারীদের সাত সদস্যের দুই সদস্যকে আটক করা হয় । এবং অপহরণকারীর হাতে অপহৃত হওয়া এক ব্যক্তিকে উদ্ধার করল ১৬ এপিবিএন পুলিশ।

১৬ এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার হেমায়াতুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে মুচনী এলাকার নয়াপাড়া ডি ব্লকের বাসিন্দা মৃত সোলতানের ছেলে অপহৃত ক্যাম্পের জনৈক দীন মুহাম্মদ(৪২)কে আটকিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর বুধবার সকাল ১১টায় নয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওসি রাকিবুল ইসলামের নেতৃত্বে আলীখালীস্থ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ নারী সদস্যকে আটক করা হয়। এসময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন,ওই ক্যাম্পের বি ব্লকের আমান উল্লাহর স্ত্রী ইসমত আরা (৩৮) ও একই ব্লকের নাইমুল্লাহর স্ত্রী নুর জাহান(২০)। এসময় কৌশলে পুলিশ অপহরণের শিকার মুচনী রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের সুলতান আহমদের ছেলে দীন মুহাম্মদকে উদ্ধার করতে সক্ষম হয়।

আটক ২নারী অপহরণকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান।

আরও খবর