জাহেদ হাসান :
চট্রগ্রাম পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৯ শত ৬০ পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে
বুধবার (২১ অক্টোবর)বিকাল সাড়ে ৪টার দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই মোঃ নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ পটিয়া থানাধীন হাবিলাসদ্বীপ ইউনিয়নের মনসা বাদামতল হুলাইন এলাকার রাস্তায় তল্লাশী চালিয়ে ৯ শত ৬০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আসামী নবীউল হক (৪৫), পিতা-মৃত সুলতান আহম্মদ, মাতা-মহিমা বেগম সাং-উত্তর ডিকপাড়া, বাংলা বাজার, ৫নং ওয়ার্ড,পিএমখালী,কক্সবাজার সদর।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-