চকরিয়া পৌর এলাকার ৭টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চকরিয়া পৌর এলাকার ৭টি পূজা মন্ডপে অনুদান হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এ উৎসব উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে স্ব-স্ব মন্ডপের হিন্দু নেতাদের হাতে নগদ অর্থসহায়তার টাকা তুলে দেন পৌর মেয়র আলমগীর চৌধূরী।

এ সময় পৌর সচিব মাসউদ মোরশেদ, প্যানেল মেয়র বশিরুল আইয়ুব,৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, চকরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবলা দেব নাথ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন কমিটি সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নিলু দাশসহ সকল ওয়ার্ডে সভাপতি-সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌর সভার মেয়র আলমগীর চৌধূরী বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গাপূজা। এ উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও পৌর এলাকার ৭টি পূজা মন্ডপে অনুদান হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রত্যেকটি পূজা মন্ডপের জন্য ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা নগদ অর্থসহায়তা টাকা স্ব-স্ব মন্ডপের হিন্দু নেতাদের হাতে তুলে দেয় হয়। অনুষ্ঠানে স্ব-স্ব মন্ডপের দায়িত্বশীল ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। ######

আরও খবর